১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, সকাল ৮:৩৮
সাহিত্য সমালোচনা কী, কেন, কীভাবে করবো | ড. সৌমিত্র শেখর
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
আপনার মতামত লিখুন :

One response to “সাহিত্য সমালোচনা কী, কেন, কীভাবে করবো | ড. সৌমিত্র শেখর”

  1. সৌমিত্র দাদা মুল কথার চেয়ে আনকথা বেশি হলো l
    সাহিত্য সমালোচনা করতে হলে – সোজা কথা তুলনামুলক সাহিত্য পাঠ লাগবে l
    লেখকের দায়বদ্ধতা কি – সেটি দৃশ্যত কিছু নাও হতে পারে তবে সমালোচক তা বের করবেন l
    সমালোচক বের করবেন বিকাশমান শব্দের বা বাক্য অনুভূতির
    কোন ধারা তার হাতে অনন্য হয়ে উঠেছে l
    সমাজের বিদ্যমান শ্রেণিকে তিনি কোন সুক্ষ্মদর্শীতায় দেখছেন l
    চরিত্রনির্মানে বা চরিত্রায়নে তিনি কতটা চরিত্রবান l
    লেখক কোথাও না কোথাও নিজেকে উকি দেন l
    কখনো নিজেই দ্বৈত সত্তায় বা বহুরূপী সত্তায় নিখুঁত ভাবে হাজির হন l
    সমালোচককে বিভ্রান্ত করে দেন -কিন্তু সমালোচক একজন সুক্ষ গোয়েন্দা তিনি শার্লক হোমসের মতো লেখককে বের করে আনেন l একজন সমালোচক লেখকের শব্দ জগতের বাক্যবাণ বা বাক্যজাল কে বুঝে নিজেই আরেকটি জাল তৈরি করেন – তারপর তিনি লেখকের খণ্ডাংশ কে একে একে জড়ো করেন l এক অখন্ড রুপ দেয়ার প্রত্যয়ে সৃষ্টকারীকে মানুষ যেমন এখোনো খুঁজে – তেমনি সমালোচক একজন সাধক – যার কাজ অধরাকে ধরা তিনি কতটা সার্থক – সৃষ্টকারী নিজেই একদিন তাকে ডেকে কি বর চাই বলবে l
    হয়তো একটু মুচকি হাসবে – বুঝাবে ধরা পড়ে গেছি তোমার জালে l
    এই তো …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *